×
  • প্রকাশিত : ২০২২-০৮-১৩
  • ৭৫ বার পঠিত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি থেকে বিভিন্ন ধরনের ১১ সেট গোপন নথিপত্র উদ্ধার হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের তল্লাশিতে এসব নথি উদ্ধার হয়।

শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এফবিআই। খবর দ্য গার্ডিয়ানের।

প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি থেকে ২০ বাক্স কাগজপত্র, অসংখ্য ছবি ও হাতে লেখা নোটসহ মোট ৩০ ধরনের নথি সংগ্রহ করেছেন এফবিআই এজেন্টরা। গত সপ্তাহে ট্রাম্পের বিলাসবহুল বাড়ি ‘মার-আ-লাগো’তে চালানো অভিযানে উদ্ধার কাগজপত্রের কয়েকটি চিহ্নিত করা ছিল ‘টপ সিক্রেট’ হিসেবে।

অভিযানের চারদিন পর শুক্রবার প্রকাশ করা হয়েছে ফেডারেল আদালতের ওয়ারেন্টের ছবি। জানানো হয়, গুপ্তচরবৃত্তি ও আইন লঙ্ঘনের দায়ে ট্রাম্পের বাড়িতে তল্লাশির অনুমতি দেন বিচারক।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যেকোনো নথি, ইমেইল জমা দেওয়ার কথা ন্যাশনাল আর্কাইভসে। তবে ক্ষমতায় থাকার সময় হোয়াইট হাউস থেকে বহু গোপন নথি সরিয়েছেন ট্রাম্প, উঠেছে এমন অভিযোগ। আর এমন অভিযোগের ভিত্তিতেই ট্রাম্পের বাড়িতে অভিযান চালিয়েছে এফবিআই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat