স্বাধীনবাংলা, আন্তর্জাতিক খবরঃ
ইরান ও রাশিয়ার কাছে মার্কিন ভোটারদের তথ্য রয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। এছাড়া, ডেমোক্রেটিক ভোটারদের হুমকিমূলক ই-মেইল পাঠানোর পেছনেও ইরানের হাত রয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে এসব না করলেও রাশিয়ার হাতে মার্কিন ভোটার রেজিস্ট্রেশনের তথ্য রয়েছে, এমন দাবি রেটক্লিফের। প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক ১৩ দিন আগে বুধবার গোয়েন্দা বিভাগের পরিচালক জন রেটক্লিফ এ দাবি করেছেন।
আরোও পড়ুন: সুপার ওভারে হায়দ্রাবাদকে হারালো কলকাতা ***
ট্রাম্পের পক্ষ নিয়ে প্রাউড বয়েজ নামে পাঠানো ই-মেইলগুলোতে ‘অস্থিতিশীলতা উসকে’ দেওয়া বক্তব্য ছিল বলে জানান তিনি। ভোটারদের প্রভাবিত করতে এসব পাঠানো হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেকায়দায় ফেলতেই এসব করা হচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের।