×
  • প্রকাশিত : ২০২০-১১-০১
  • ১৯৩ বার পঠিত

স্বাধীনবাংলা, বিশেষ প্রতিনিধিঃ

করোনার দ্বিতীয় ঢেউ বিবেচনায় বিদেশ থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষা করা এবং যথাযথ কোয়ারেন্টিন নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একইসাথে সব স্থল, নৌ বিমানবন্দরে করোনা পরীক্ষার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি রোববার জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী করোনার দ্বিতীয় ঢেউয়ের কথা বিবেচনায় রেখে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষিত থাকার জন্য আবারো আহ্বান জানান প্রধানমন্ত্রী এসময় তিনি জনসমাবেশ বাইরে গেলে মাস্ক ব্যবহারের উপর জোর দেন প্রধানমন্ত্রী বলেন, গ্রামের মানুষ যেন শহরের মতো সব সুবিধা পায় এবং তৃণমূল থেকে যেন উন্নয়ন হয় সে লক্ষ্যে সরকার কাজ করছে তথ্য প্রযুক্তির উন্নয়ন তৃণমূলে পৌঁছে দিতেও কাজ করছে সরকার

আরোও পড়ুনঃ আজ ঐশ্বরিয়ার ৪৭তম জন্মদিন ***

শেখ হাসিনা বলেন, আমাদের যুবসমাজ নিজেরা শুধু চাকরির পেছনে ছুটে বেড়াবে না চাকরি দেবে সেই ধরনের ব্যবস্থা যেন তারা করতে পারে সেটাই আমরা চাই সেই ধরনের মন মানসিকতা থাকতে হবে উদ্যোক্তা হতে হবে নিজেদেরকেই তিনি বলেন, বাংলাদেশ গড়ে তোলার পেছনে যুবকদের একটা ভূমিকা রয়েছে জাতির পিতার আদর্শে আমরা যুবকদের গড়ে তুলবো এই বয়সটাই কাজের বয়স, মেধা বিকাশের বয়স আমরা আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছি তখন কর্মসংস্থান তৈরিতে জোর দিয়েছি আমাদের দেশটা পরিচালনা করবে কারা? আজকে যারা তরুণ যুবক তারাই অনুষ্ঠানে যুব কর্মসংস্থানে বিশেষ অবদান রাখায় দেশের ২৬ জন ব্যক্তিকে বঙ্গবন্ধু জাতীয় যুবদিবসে পুরস্কৃত করা হয়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat