সম্প্রতি মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপোড়েন চলছে। এবার ইউক্রেন ইস্যুতেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ এনেছে ‘রাশিয়ার বন্ধু’ চীন। বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বুধবার রুশ সংবাদ মাধ্যম তাসে এক সাক্ষাৎকারে মস্কোতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং হানহুই অভিযোগ করেন, ইউক্রেন সংকটের মূল প্ররোচনাকারী যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, ইউক্রেন সংকটে অগ্রণী ভূমিকা রাখায় এবং প্রধান উস্কানিদাতা হিসেবে ওয়াশিংটন রাশিয়ার উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি ইউক্রেনে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখেছে।
তিনি আরও বলেন, তাদের চূড়ান্ত লক্ষ্য হল রাশিয়াকে দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং নিষেধাজ্ঞার চক্করে ফেলে নিঃশেষ করে দেওয়া।
এ জাতীয় আরো খবর..