×
  • প্রকাশিত : ২০২২-০১-১০
  • ১৭৩ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : অবৈধভাবে আমদানি করা ওয়াকি-টকি রাখার মামলায় মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে ৪ বছরের সাজা ঘোষণা করেছেন জান্তা আদালত। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সোমবার (১০ জানুয়ারি) লাইসেন্সবিহীন ওয়াকি-টকি রাখার দায়ে দুই বছর ও করোনাভাইরাস সম্পর্কিত দুর্যোগ ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের মামলায় আরও দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

তবে নিজের বিরুদ্ধে আনীত সবগুলো অভিযোগই অস্বীকার করে আসছেন নোবেলজয়ী সু চি। মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে জানা গেছে, এই শাস্তি তিনি যেখানে বন্দি আছেন সেখানে থেকে ভোগ করবেন। তবে সু চিকে কোথায় রাখা রয়েছে তা স্পষ্ট করা হয়নি। এর আগে, সামরিক বাহিনীর বিরুদ্ধে উসকানি ও কোভিড-১৯ প্রটোকৌল লঙ্ঘনের দায়ে ৪ বছরের সাজা প্রদান করেন আদালত। তবে তার সাজার অর্ধেক কমিয়ে দেন সামরিক সরকার প্রধান মিন অং হ্লাইং।

৭৬ বছর বয়সী সু চির বিরুদ্ধে আরও একাধিক মামলার বিচারকাজ চলছে। সবগুলোর রায় তার বিরুদ্ধে গেলে বাকি জীবন কারাগারে কাটাতে হতে পারে। গত ১ ফেব্রুয়ারি সামিরক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat