×
  • প্রকাশিত : ২০২২-০৮-০৬
  • ৭৪ বার পঠিত
রাশিয়ার সংবাদ সংস্থা টাস নিউজ জানিয়েছে, রাশিয়ার একজন প্রখ্যাত হাইপারসনিক বিশেষজ্ঞকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

আন্দ্রেই শিপলাইয়ুক নামে এই কর্মকর্তাকে বিশ্বাসঘাতকার অভিযোগে আটক করা হয়েছে। 

এই কর্মকর্তা নোভোসিবরিস্ক ইনস্টিটিউট অব থিওরেটিক্যাল এন্ড অ্যাপ্লাইড মেকানিকসের প্রধান ছিলেন। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া আছে এ তথ্য। 

প্রতিষ্ঠানটি রাশিয়ার হাইপারসনিক মিসাইল তৈরিতে বড় ভূমিকা রেখেছে। 

আন্দ্রেই শিপলাইয়ুকের একজন সহকর্মীর বরাতে টাস নিউজ জানিয়েছে, ইনস্টিটিউটের ভেতরে অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 

গত মাসে দিমিত্রি কোলকার নামে আরেকজন পদার্থবিজ্ঞানীকে আটক করে রাশিয়ার নিরাপত্তা বাহিনী। তিনি আটক অবস্থাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। 

এদিকে রাশিয়া বর্তমানে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে। এরমধ্যে নিজ দেশেই হাইপারসনিক মিসাইল বিশেষজ্ঞদের বিশ্বাসঘাতকার অভিযোগে আটক করল তারা। 

তবে ওই কর্মকর্তা কি বিশ্বাসঘাতকা করেছেন সেটি এখনো জানা যায়নি। 

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat