যুক্তরাষ্ট্র দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হিমার্স ও যুদ্ধক্ষেত্রে চিকিৎসা সেবা দিতে সশস্ত্র বিশেষ যানসহ আরও ১০০ কোটি বা ১ বিলিয়ন ডলারের সমারাস্ত্র দিতে যাচ্ছে ইউক্রেনকে।
এ ব্যাপারে আগামী সোমবার সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পেন্টাগন। খবর রয়টার্স ও আলজাজিরার।
এ পর্যন্ত ইউক্রেনকে দেওয়া সহায়তার সবচেয়ে বড় অস্ত্রের চালান হবে এটি।
গত ২৪ ফেব্রয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনকে ৮৮০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্র।
এখন পর্যন্ত ১ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজে সই করেননি জো বাইডেন। ধারনা করা হচ্ছে, বাইডেনের সই করার আগে আরেক দফা কাটছাট হতে পারে এ সহায়তা প্যাকেজে।
যুক্তরাষ্ট্র তাদের তৈরি হিমার্সকে গেম চেঞ্জার অস্ত্র হিসেবে উল্লেখ করছে। এ অস্ত্র দিয়েই ইউক্রেন তাদের হাতছাড়া হয়ে য়াওয়া এলাকাগুলো পুনরোদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
এ জাতীয় আরো খবর..