নেপালে স্থানীয় সময় রোববার সকালে ছয় মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দক্ষিণ এশিয়ার দেশটিতে দ্বিতীয়বারের মতো ভূমিকম্প আঘাত হানল। খবর বার্তা সংস্থা এএনআইয়ের।
ন্যাশনাল ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, রাজধানী কাঠমাণ্ডু থেকে ১৪৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে স্থানীয় সময় সকাল ৮টা ১৩ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।
তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গত সোমবার নেপালে ৪ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
ওই ভূমিকম্পটি ২০১৫ সালের ভূমিকম্পের একটি আফটারশক ছিল বলে ন্যাশনাল ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে। রাজধানী কাঠমান্ডু ও পোখারার মাঝখানে লামজুং এলাকায় ছিল ওই ভুমিকম্পটির উৎপত্তিস্থল। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৯।
এ জাতীয় আরো খবর..