স্বাধীনবাংলা,
এস এম বাপ্পারাজ, ঢাকাঃ
ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ৪৫ হাজার ৬৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) কাজী মনিরুল ইসলাম। ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জি এম সাহাতাব উদ্দিন ফলাফল ঘোষণা করেন। ফলাফলে মনিরুল ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির সালাহ উদ্দিন আহমেদ (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৯২৬ ভোট।
আরোও পড়ুন : ফরিদপুরে নিক্সনের পক্ষে-বিপক্ষে মানববন্ধন কর্মসূচী, ১৪৪ ধারা জারি***
এই আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে জাতীয় পার্টির মীর আব্দুস সবুর (লাঙ্গল) ৪১৩, ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান-সুমন মাস্টার (আম) ১১১ ও বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার (ডাব) ৪৯ ভোট পেয়েছেন।
উল্লেখ্য,গত ৬ই মে হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসনটি শূন্য হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড (ডেমরা ও মতিঝিল) নিয়ে ঢাকা-৫ আসন গঠিত। এই আসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ডে মোট ১৮৭টি কেন্দ্রের ৮৬৪টি কক্ষে ভোটগ্রহণ হয়। এখানে মোট ভোটার ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন।