দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর এবার রাজধানীর হাতিরঝিল চক্রাকার বাসের ভাড়া বাড়ানো হয়েছে। প্রতিটি রুটে ৫ টাকা করে বাড়ানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৯ আগস্ট) থেকে এই ভাড়া কার্যকর করবে ইজারাদার কর্তৃপক্ষ। আজ সোমবার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার বিভিন্ন কাউন্টারে দেখা যায়, প্রতিটি কাউন্টারে নতুন এই ভাড়ার তালিকা সাঁটানো হয়েছে। নতুন ভাড়া তালিকা অনুযায়ী, এফডিসি মোড় থেকে বউ বাজার, হ্যাপি হোমস ও শুটিং ক্লাব পর্যন্ত ১৫ টাকার পরিবর্তে ২০ টাকা ভাড়া। এফডিসি মোড় থেকে বাড্ডা, রামপুরা, মহানগর ও মধুবাগ এলাকা পর্যন্ত ২০ টাকার পরিবর্তে ২৫ টাকা, এফডিসি মোড় থেকে চক্রাকার হয়ে আবার এফডিসি মোড় পর্যন্ত ভাড়া ৩৫ থেকে বেড়ে ৪০ টাকা করা হয়েছে। বউ বাজার থেকে হ্যাপি হোমস ও শুটিং ক্লাব পর্যন্ত ভাড়া ১৫ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা, বউ বাজার থেকে বাড্ডা হয়ে রামপুরা পর্যন্ত ২০ টাকার স্থলে ২৫ টাকা এবং বউ বাজার থেকে চক্রাকার ঘুরে বউ বাজার পর্যন্ত ভাড়া ৩৫ টাকা থেকে ৪০ টাকা করা হয়েছে।
হ্যাপি হোমস থেকে শুটিং ক্লাব, বাড্ডা বা রামপুরা পর্যন্ত ভাড়া ১৫ টাকার পরিবর্তে ২০ টাকা করা হয়েছে। শুটিং ক্লাব থেকে বাড্ডা বা রামপুরা পর্যন্ত পূর্বের ১৫ টাকায় ভাড়া বর্ধিত করা হয়েছে। শুটিং ক্লাব থেকে মহানগর বা মধুবাগ বা বউ বাজার বা হ্যাপি হোমস এফডিসি মোড় পর্যন্ত ২০ টাকার পরিবর্তে ২৫ টাকা এবং শুটিং ক্লাব থেকে চক্রাকার হয়ে শুটিং ক্লাব পর্যন্ত ভাড়া ৩৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। বাড্ডা, রামপুরা থেকে মহানগর, মধুবাগ বা বউ বাজার, হ্যাপি হোমস বা এফডিসি মোড় পর্যন্ত ভাড়া ১৫ টাকার স্থলে ২০ টাকা, বাড্ডা, রামপুরা থেকে এফডিসি মোড় পর্যন্ত ভাড়া ২০ টাকার স্থলে ২৫ টাকা এবং বাড্ডা, রামপুরা টু বাড্ডা রামপুরা পর্যন্ত ৩৫ টাকার পরিবর্তে ৪০ টাকায় বর্ধিত করা হয়েছে।
মহানগর বা মধুবাগ থেকে এফডিসি পর্যন্ত ১৫ টাকার পরিবর্তে ২০ টাকা করা হয়েছে। মধুবাগ থেকে এফডিসি মোড় পর্যন্ত ১৫ টাকা, মহানগর বা মধুবাগ থেকে শুটিং ক্লাব বা বাড্ডা বা রামপুরা পর্যন্ত ভাড়া ২০ টাকার স্থলে ২৫ টাকা এবং মহানগর বা মধুবাগ থেকে মহানগর বা মধুবাগ পর্যন্ত চক্রাকার ভাড়া ৩৫ টাকা থেকে ৪০ টাকায় বর্ধিত করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..