বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) সভাকে লক্ষ্য করে দু'টি হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকা অন্য বোমাটি উদ্ধার করে নিষ্ক্রীয় করেছে পুলিশ।
সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে। তবে বোমা হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন এনসিপি নেতারা।
"সভাস্থলে আমাদের গাড়ি যেখানে রাখা ছিল, সেটার কাছেই বোমাগুলো নিক্ষেপ করা হয়েছে," বিবিসি বাংলাকে বলছিলেন এনসিপি'র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
হামলার এই ঘটনাটি 'পরিকল্পিতভাবেই' ঘটানো হয়েছে বলে মনে করেন তিনি।
"গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আমরা একের পর এক যে নাশকতার ঘটনা দেখছি, এই হামলাটিও সেটারই ধারাবাহিকতা বলে আমি মনে করি," বলেন মি. আলম।
তিনি আরও বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে এগুলো ঘটাচ্ছে"।
বোমা নিক্ষেপকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির।