×
  • প্রকাশিত : ২০২২-০৬-২৯
  • ৭৩ বার পঠিত
গত ২৪ দিনে বাংলাদেশ থেকে হজ করতে সৌদি আরবে গেছেন ৪৪ হাজার ২৩৩ জন। এদের মধ্যে সাত জনের মৃত্যু খবর জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সর্বশেষ মঙ্গলবার মো. আব্দুল গফুর মিয়া নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। তার বাড়ি টাঙ্গাইল জেলায়। 

মন্ত্রণালয়ের সর্বশেষ হজ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।  সেখানে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪০ হাজার ৮৪৮ জন হজে গেছেন। আগামী ৩ জুলাই সৌদি আরবের উদ্দেশে হজযাত্রীদের সর্বশেষ ফ্লাইট যাবে। হজ শেষে ১৪ জুলাই শুরু হবে ফিরতি ফ্লাইট, শেষ হবে ৪ আগস্ট।   

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ শুরু হবে। এ বছর সরকারি-বেসরকারি মিলিয়ে ৬০ হাজার বাংলাদেশি হজ করার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ১১৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ৮৮৫ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat