চলতি মাসেই সাময়িক বিরতির ঘোষণা দিয়েছে জনপ্রিয় কোরীয় ব্যান্ড বিটিএস। সদস্যদের একক ক্যারিয়ারের জন্যই এ বিরতি বলে জানিয়েছে ব্যান্ডটি। সেই ঘোষণার পর দ্রুতই এল ব্যান্ডের অন্যতম সদস্য জে-হোপের অ্যালবামের খবর। গত শনিবার বিগহিট মিউজিক এ ঘোষণা দেয়। খবর ভ্যারাইটির। গায়কের অ্যালবাম জ্যাক ইন দ্য বক্স প্রকাশ পাবে ১৫ জুলাই। তার আগে ১ জুলাই মুক্তি পাবে অ্যালবামের প্রথম সিঙ্গেল।
অ্যালবামের আনুষ্ঠানিক ঘোষণায় বলা হয়, ‘জে-হোপের একক অ্যালবাম জ্যাক ইন দ্য বক্স আসছে, এর মাধ্যমে বিটিএস তাদের নতুন অধ্যায়ে প্রবেশ করছে। যেখানে সদস্যরা নিজেদের মধ্যে সামঞ্জস্য রেখে ব্যান্ড ও একক কার্যক্রম চালিয়ে যাবে। জে-হোপ হলেন প্রথম শিল্পী, যিনি একক অ্যালবাম দিয়ে নতুন যাত্রা শুরু করছেন।’
১ জুলাই মুক্তির অপেক্ষায় থাকা গানটির মাধ্যমে জে-হোপের নিজের সৃজনশীল সত্তাও প্রকাশ পাবে বলে ঘোষণায় জানানো হয়। এর বাইরে অ্যালবামটি নিয়ে অন্য কোনো তথ্য জানানো হয়নি বিগহিট মিউজিকের বিবৃতিতে।
জে-হোপের ‘একক জীবন’ সামনে আরও দেখতে পাবেন ভক্তরা। এবারের লোলাপালুজা সংগীত উৎসবে পারফর্ম করবেন তিনি। ২৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হবে এই উৎসব। জে-হোপ পারফর্ম করবেন উৎসবের সমাপনী দিনে। এরপর মাধ্যমে ইতিহাসের অংশ হয়ে যাবেন এই র্যাপার। কারণ, প্রথম কোরীয় হিসেবে ঐতিহ্যবাহী এই উৎসবে পারফর্ম করতে যাচ্ছেন তিনি।
এর আগে গত শুক্রবার মুক্তি পায় বিটিএসের আরেক সদ্য জংকুকের বহুল প্রতীক্ষিত সিঙ্গেল ‘লেফট অ্যান্ড রাইট’। মার্কিন গায়ক চার্লি পুথের সঙ্গে গাওয়া গানটি থাকবে চার্লির মুক্তির অপেক্ষায় থাকা চার্লি অ্যালবামে।
এ জাতীয় আরো খবর..