×
  • প্রকাশিত : ২০২২-০৭-১৫
  • ৮৬ বার পঠিত
ঢালিউড সিনেমা নিয়ে সাধারণ দর্শকদের আগ্রহ বাড়ছে। দর্শক চাহিদার কথা মাথায় রেখে বাড়ছে সিনেমার প্রদর্শনীর সংখ্যা; যা আশা দেখাচ্ছে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর অভিনয়শিল্পী ও নির্মাতাদের। চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকের মতে, সিনেমা মুক্তির এই ধারাবাহিকতা চলতে থাকলে বছরজুড়েই হলে দর্শকদের ভিড় থাকবে।

দেশের সিনেমায় আবার দর্শক ফিরছেন—এ জন্য খুশি সিনেমার কলাকুশলীরা। সিনেমাগুলোকে শুভকামনা জানিয়েছেন নির্মাতা মোস্তাফিজুর রহমান, অনিমেষ আইচ, চয়নিকা চৌধুরী, অপূর্ব রানাসহ একাধিক নির্মাতা। অভিনয়শিল্পীদের মধ্য আরিফিন শুভ, পরীমনি, সাইমন, সিয়াম আহমেদসহ অনেক তারকা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর পাশে ছিলেন। অন্যদের সিনেমা নিয়ে এভাবে পাশে দাঁড়ানো ঢালিউডের জন্য আশার খবর বলে মনে করেন বিদ্যা সিনহা মিম।

তিনি প্রথম আলোকে বলেন, ‘সবাই আমাদের যেভাবে সহযোগিতা করছে, এটা অভাবনীয়। সবার কাছে কৃতজ্ঞ। ইন্ডাস্ট্রির স্বার্থে সবার উচিত সব সিনেমাকে দেখতে উৎসাহিত করা।’ এদিকে ঈদের ছবির রেশ কাটতে না কাটতেই আসছে মেজবাউর রহমান সুমনের হাওয়া। ২৯ জুলাই মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির প্রথম গান এর মধ্যেই সাড়া ফেলেছে। কেবল হাওয়া নয়, চলতি বছরের বাকি পাঁচ মাসে মুক্তির তালিকায় থাকা ছবিগুলোর নাম দেখলে চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ আরও বেড়ে যাওয়ার কথা। 

সব ঠিক থাকলে চলতি বছর মুক্তি পেতে পারে ‘মুজিব—দ্য মেকিং অব আর নেশন’, ‘লিডার আমি বাংলাদেশ’, ‘অন্তরাত্মা’, ‘নূর’, ‘রিকশা গার্ল’, ‘নো ল্যান্ডস ম্যান’, ‘অপারেশন সুন্দরবন’, ‘দামাল’, ‘অন্তর্জাল’সহ এক ডজনের বেশি সিনেমা। তবে ছবি মুক্তির ক্ষেত্রে পরিকল্পনা চান ইলিয়াস কাঞ্চন, ‘সিনেমাগুলো একটু পরিকল্পিতভাবে মুক্তি দেওয়া গেলে ভালো হতো। এখানে বাণিজ্যিক সিনেমাকে অগ্রাধিকার দিতে হবে। কারণ, এ ধরনের সিনেমাই পারে হল বাঁচাতে। তা হলে বছরজুড়েই আলোচনা থাকবে সিনেমাপাড়া। দর্শকদেরও সিনেমা দেখার অভ্যাস তৈরি হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat