×
  • প্রকাশিত : ২০২০-০৯-২৯
  • ১৩৪ বার পঠিত

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ' মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ' মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

২০০৬ সাল থেকে তেল সমৃদ্ধ কুয়েত শাসন করেছেন এই আমির। গত জুলাইয়ে শারীরিক অবস্থার অবনতি হলে শেখ সাবাহ উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেয়া হয় আমিরকে। দায়িত্বে থাকার সময় তিনি সৌদি আরব কাতারের মধ্যে আঞ্চলিক বিরোধ নিরসনে মধ্যস্ততা করেছেন। সাবেক আমির শেখ জাবের আল আহমেদ আল সাবাহ এর সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে, ১৯৬৩ থেকে ১৯৯১ এবং ১৯৯২ থেকে ২০০৩ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী ছিলেন শেখ সাবাহ আল আহমেদ।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat