×
  • প্রকাশিত : ২০২২-০৬-১১
  • ৯৫ বার পঠিত
নির্মাতা কাজল আরেফিন অমি সোমবার নিজের ফেসবুকে একটি ছোট্ট ভিডিও ক্লিপ প্রকাশ করেন। যেখানে দেখা যায়, অভিনেতা মারজুক রাসেল, চাষী আলম, সাব্বির, জিয়াউল হক পলাশ ও শিমুল দৌড়াচ্ছেন। তাদের তাড়া করছে কয়েকটি ষাঁড়। শেষদিকে এসে পড়ে যান চাষী আলম।


ভিডিওর এই কাহিনি শেষ না হতেই অমি পরের দিন আরেকটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায় একইভাবে ওই সব অভিনেতা দৌড়াচ্ছেন। পেছনে তাড়া করছে বেশ কয়েকটি বড় ষাঁড়। এবার পলাশ, যিনি ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকের কল্যাণে কাবিলা হিসেবে পরিচিতি পেয়েছেন, তিনি পড়ে গেলেন আর তক্ষুনি তার ডানে; খুরে ধুলো উড়িয়ে একটি বিশাল ষাঁড় ছুটে যাচ্ছিল। আরেকটু হলেই ওই ষাঁড়ের নিচেই পড়েছিলেন, কিন্তু ডিগবাজি খেয়ে সরে আসেন পলাশ।  

তার পরও সহসা রক্ষা পাননি পলাশ। ডিগবাজি খেয়ে সরে আসার পরে পেছনের আরেকটি ষাঁড়ের কবলে পড়েন। এবারও ডিগবাজি খেয়ে সরে যান। ষাঁড়ের কবল থেকে বেঁচে গেলেও আঘাত পেয়েছেন পলাশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বুধবার সন্ধ্যায় কালের কণ্ঠকে কাজল আরেফিন অমি বলেন, ‘আসন্ন কোরবানি ঈদের জন্য একটি নাটক বানাচ্ছি। এই নাটকের নাম ‘ব্যাচেলর কোরবানি’। দুর্ঘটনা বলতে মেজর কোনো দুর্ঘটনা নয়, নাটকের শুটিং করতে গিয়ে পলাশ ও হাবু ভাই (চাষী আলম) হাতে ও পায়ে আঘাত পেয়েছেন। আলহামদুলিল্লাহ তেমন কোনো ক্ষতি হয়নি। ’

ঢাকার নানা প্রান্তে হয় এই নাটকের শুটিং। বুধবার লালমাটিয়ায় নাটকটির শুটিং শেষ হয়েছে। ‘ব্যাচেলর কোরবানি’ নাটকটি মূলত ব্যাচেলরদের জীবনযাত্রাকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে বলে জানালেন অমি। অমি বলেন, ‘এটি ঈদের দিন প্রচারিত হবে, সকলের ভালো লাগার মতো একটি নাটক হবে এটি। ’

ঈদুল আজহার বিশেষ এই নাটকেও ব্যাচেলর পয়েন্টের তারকারাই অভিনয় করছেন। রয়েছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, চাষী আলম ও শিমুল শর্মা প্রমুখ।  

দেখা যাবে ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat