রাজধানীর মিরপুরে বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে মিরপুর ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
আজ রবিবার (৫ জুন) সকাল থেকে মিরপুরের ১০ নম্বরের গোলচত্বরের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করেন শ্রমিকরা।
জানা যায়, বেতন বৃদ্ধির দাবিতে আজ সকাল ৮টা থেকে রাজধানীর মিরপুর-১৪ ও কচুক্ষেত এলাকায় রাস্তায় নামে পাঁচটি গার্মেন্টসের শ্রমিকরা। আজ শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। যদিও পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মিরপুর-১৪ ও কচুক্ষেত এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ জাতীয় আরো খবর..