কৌশলগতভাবে গুরুত্ব ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সেভেরোদোনেৎস্ক শহরে রাশিয়ার সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর রক্তক্ষয়ী লড়াই চলছে। শহরটি দখলে রাশিয়া নতুন রিজার্ভ সৈন্য মোতায়েন করেছে বলে পরিস্থিতি পর্যালোচনা করে ইউক্রেনীয় সেনাবাহিনী এক প্রতিবেদনে জানিয়েছে।
শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইউক্রেনীয় সেনাবাহিনী ওই প্রতিবেদনে জানিয়েছে, সেভেরোদোনেৎস্কে শহরে শুক্রপক্ষ আর্টিলারি দিয়ে হামলা চালাচ্ছে। রুশ বাহিনী নিজেদের শক্তি বাড়াতে দ্বিতীয় সেনা কর্পসের মোবাইল রিজার্ভ থেকে সেনা মোতায়েন করেছে। শহরটিতে লড়াই অব্যাহত আছে।
আমেরিকান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের (আইএসডব্লিউ) সামরিক বিশেষজ্ঞরা জানান, যুদ্ধ শুরুর আগেই রাশিয়া পাঁচ লক্ষাধিক মানুষের বাসস্থান স্লোভিয়ানস্ক অঞ্চলে অগ্রসর হওয়ার লক্ষ্যে প্রায় ২০টি কৌশলগত ব্যাটালিয়ন জড়ো করেছিল। রাশিয়ার গুরুত্বপূর্ণ লক্ষ্য দোনবাসের জন্য ওই অঞ্চল গুরুত্বপূর্ণ।
এছাড়া সেভেরোদোনেৎস্কে ইউক্রেনীয় বাহিনীর শক্তিবৃদ্ধি রোধ করতে এবং শহরে অবস্থানরত বেসামরিক মানুষের কাছে সহায়তা পাঠানো রুখতে সেভারস্কি দোনেৎস নদীতে অসস্থিত ব্রিজগুলো ধ্বংস করছে রুশ বাহিনী।
এ জাতীয় আরো খবর..