×
  • প্রকাশিত : ২০২২-০৮-০৭
  • ১৪ বার পঠিত
তাইওয়ান পিপলস পার্টির চেয়ারম্যান ও তাইপের মেয়র কো উয়েন-জে বলেছেন, চীনের উচিত নয় যুক্তরাষ্ট্রের প্রতি রাগ তাইওয়ানের ওপর দেখানো। তাইওয়ানের সংবাদমাধ্যম তাইপে টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে চীনের মতবিরোধের কারণে সৃষ্ট রাগ তাইওয়ানের ওপর দেখানো উচিত নয়।

তাইওয়ানেরও  চীনের সঙ্গে বৈরিতা কমানো এবং জাপান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বকে আরও শক্তিশালী করা উচিত বলে মন্তব্য করেন তিনি। 

তাইপেতে ইউক্রেন যুদ্ধের প্রভাব নিয়ে আয়োজিত এক সম্মেলনে এই মন্তব্য করেন কো উয়েন।

এদিকে, তাইওয়ানের পক্ষ থেকে শনিবার অভিযোগ করা হয়েছে, তাইওয়ানে কিভাবে হামলা করা হবে শনিবার এই মহড়া দিয়েছে চীন। 

যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি মঙ্গলবার তাইওয়ানে যাওয়ার পর বুধবার ভোর থেকে সামরিক প্রশিক্ষণ চালানো শুরু করে চীন। 

শনিবার তারা বৃহত্তম মহড়া চালায়। তাইওয়ানে আক্রমণ করা হলে কিভাবে এটিকে আটকানো হবে সেই প্রস্তুতিই এখন নিচ্ছে তারা। 

এদিন তাইওয়ানের পক্ষ থেকে জানানো হয়, বেশ কয়েকটি চাইনিজ বিমান এবং জাহাজ তাইওয়ান প্রণালীতে অবস্থান করছে। তাইওয়ানের বিশ্বাস- কিভাবে আক্রমণ পরিচালনা করা হবে এটি তারই অনুশীলন। 

এ ব্যাপারে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাইওয়ান প্রণালীতে চীনের বিমানের একাধিক ব্যাচ এবং জাহাজ কার্যক্রম পরিচালনা করছে। যেগুলোর কিছু তাইওয়ান-চীনের মধ্যবর্তী সমুদ্রসীমা অতিক্রম করেছে।

এদিকে বর্তমানে তাইওয়ানের চারপাশ ঘিরে ছয়টি স্থানে সামরিক প্রশিক্ষণ চালাচ্ছে চীন। এবারের প্রশিক্ষণের মধ্যে লাইভ-ফায়ারিং পরীক্ষা করছে তারা। 

তাছাড়া শুক্রবার তাইওয়ানের ওপর দিয়ে মিসাইলও ছোড়ার কথাও জানায় চীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat