×
  • প্রকাশিত : ২০২২-০৫-১৮
  • ৫৬৫ বার পঠিত
দারুণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। একের পর এক নামকরা সব পরিচালকের সঙ্গে হাত মেলাচ্ছেন তিনি। এবার বলিউডের আরেক খ্যাতিমান পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে কাজ শুরু করছেন তিনি।
 বেশ কিছুদিন ধরেই বলিউডে গুঞ্জন, অনুরাগ কাশ্যপের ছবিতে কাজ করতে যাচ্ছেন কৃতি। ছবিটি নাকি কিল বিল–এর রিমেক। সম্প্রতি এই বলিউড নায়িকা সব গুঞ্জনের জবাব দিয়েছেন। অনুরাগের ছবি প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এই ছবিটা একদম অন্য রকম আর ভিন্ন স্বাদের। আমি এক অন্য দুনিয়ায় পা রাখতে যাচ্ছি।’

কিল বিল–এর রিমেক কি না, সে প্রসঙ্গে কৃতি বলেছেন, ‘অনুরাগ কাশ্যপ কখনো রিমেক ছবি বানান না। নতুন ছবিটির চিত্রনাট্য একদম তাজা। এই ছবির গল্প মূলত প্রতিশোধের কাহিনি নিয়ে। এ ছাড়া ছবিটায় অনেক অ্যাকশন আছে। অনুরাগ সব সময় নিজের এক দুনিয়া সৃষ্টি করতে ভালোবাসেন। আমি তাঁর এই দুনিয়ার বাসিন্দা হতে চাই। অনুরাগের মতো পরিচালকের সঙ্গে কাজ করা নিয়ে আমি রোমাঞ্চিত আর উৎসাহিত। আমি এ ধরনের ছবিতে আগে কখনো কাজ করিনি।’

অনুরাগের নতুন ছবির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন কৃতি শ্যানন। তিনি বলেছেন, ‘এই ছবিতে আমাকে ভালোই অ্যাকশন করতে হবে। ছবিতে বেশ কিছু কঠিন অ্যাকশন দৃশ্য আছে। সে জন্য আমাকে মার্শাল আর্ট শিখতে হতে পারে। অথবা অ্যাকশন কোরিওগ্রাফার নিযুক্ত করতে হতে পারে। এ ব্যাপারে নির্মাতারা এখনো সিদ্ধান্ত নেননি। এসবের জন্য আমাকে শারীরিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠতে হবে। ছবিতে চরিত্রের মতো হয়ে উঠতে আমি মানসিকভাবে গভীর প্রস্তুতি নিতে শুরু করেছি।’

কৃতি এখন ব্যস্ত তাঁর পরের দুই ছবি নিয়ে। শাহেজাদা ছবিতে তিনি অভিনয় করবেন কার্তিক আরিয়ানের সঙ্গে আর গণপথ ছবিতে জুটি বেঁধেছেন টাইগার শ্রফের সঙ্গে। কৃতি বলেন, ‘অতিমারির কারণে আমাদের শিডিউলে পুরোপুরি গড়বড় হয়ে গেছে। তাই শুটিং শুরু হওয়ার পর আমাদের অনেক সমঝোতা করতে হয়েছে। দুটি ছবির শুটিং একসঙ্গে করছি। তাই দুটি সেটেই আমাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। যদিও আমি একই সময়ে একটি ছবিরই শুটিং করতে ভালোবাসি। কারণ, সেই সময় আমি একটা চরিত্রের মধ্যেই ডুবে থাকি।’
কৃতিকে পর্দায় পাওয়া গেছে কদিন আগে মুক্তি পাওয়া হিরোপান্তি টু ছবিতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat