উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ভোট চলছে আজ মঙ্গলবার। আগামী ২৯ মে তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। দিনটি উপলক্ষে ১১১টি উপজেলায় এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২০ মে) সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ১১১টি উপজেলা পরিষদের নির্বাচনের দিন (২৯ মে) সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
এর আগে এসব নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এ চিঠি পাঠানো হয়।
২৯ মে যেসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা
উপজেলা নির্বাচন / দুই ঘণ্টায় কত শতাংশ ভোট পড়ল?
চিঠিতে বলা হয়, আগামী ২৯ মে ১১১ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন অর্থাৎ ২৯ মে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপের ভোট উপলক্ষে আজ মঙ্গলবার দেশের ১৫৬ টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সেই সঙ্গে এদিন এসব এলাকায় ব্যাংক ও বন্ধ রাখা হয়েছে।
এ জাতীয় আরো খবর..