১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল ‘ইন্ডিয়ান’। এস শঙ্করের পরিচালনায় প্রথমবার চন্দ্রু এবং বীরাশেকারান সেনাপতি হিসেবে অভিনয় করেছিলেন কমল হাসান। বক্স অফিসে সুপারহিট হয়েছিল সিনেমাটি। দ্বৈত চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন কমল হাসান।
আজও তার সেই চরিত্রকে আইকনিক মনে করা হয়। দীর্ঘ ২৮ বছর পর সিনেমাটির সিক্যুয়েল নিয়ে ফিরলেন অভিনেতা। আর ট্রেলারেই বার্তা দিলেন সেনাপতির হুংকারের।
ট্রেলারে দেখা গেছে, দেশের দুর্নীতি ও অব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে আরো একবার গর্জে উঠেছেন সেনাপতি কমল হাসান।
কাজ আছে তো তেমন বেতন নেই, ট্যাক্স দিলেও জনগণ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। চোর চুরি করতেই থাকবে আর অপরাধীরা অপরাধ করতেই থাকবে। এইসব সমস্যার সমাধান করতেই একজন আসল হিন্দুস্তানির আবির্ভাব। আর তিনি কমল হাসান।
তবে এবার আর দ্বৈত চরিত্রে নয়, সেনাপতির চরিত্রেই অভিনয় করছেন কমল। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সিদ্ধার্থ। নায়িকা হিসেবে দেখা যাবে রকুলপ্রীত সিংকে। এ ছাড়া রয়েছেন প্রিয়া ভবানী, গুলশান গ্রোভার, এস জে সূরিয়া, পিযুষ মিশ্রর মতো একঝাঁক তারকা।
২০১৯ সালে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল।
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে চেন্নাইয়ের স্টুডিওতে ছবির এক গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলাকালীন দেড় শ ফুট উঁচু ক্রেনের ওপর থাকা লাইটের সেট-আপ ভেঙে পড়ে। সেই ঘটনায় মৃত্যু হয় তিনজনের। ঘটনাস্থলে পরিচালক শঙ্করও ছিলেন। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। তবে পায়ে আঘাত পান। কমল হাসানও সেটে উপস্থিত ছিলেন। দুর্ঘটনার পর মৃতদের পরিবারের সাহায্যার্থেও এগিয়ে আসেন কমল হাসান। প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেন তিনি। এত কিছুর পর চলতি বছরের মার্চ মাসে ছবির শুটিং শেষ হয়। অবশেষে প্রকাশ্যে এসেছে সিনেমার ট্রেলার। জুলাই মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ইন্ডিয়ান ২’।
এ জাতীয় আরো খবর..