×
  • প্রকাশিত : ২০২২-০৮-০৬
  • ১১৪ বার পঠিত
রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে এবিসি রেডিও ‘চির সখা হে’ শিরোনামে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আইসিসিআর স্কলার জয়ীতা তালুকদার। জয়ীতা রবীন্দ্রসংগীত বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। তিনি স্নাতক ও স্নাতকোত্তর দুটিতেই প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন।
 ধারণকৃত অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ ২২ শ্রাবণ রাত ১০টায়। অনুষ্ঠানটি দেখতে ও শুনতে পাবেন abcradio fm89.2 ফ্রিকোয়েন্সি এবং এবিসি রেডিওর অফিশিয়াল ফেসবুক পেজে (www.fb.com/abcradiofm89.2)।

এবিসি রেডিওর ‘চির সখা হে’ অনুষ্ঠানে জয়ীতা গেয়েছেন ‘চিরসখা হে’, ‘শাঙনগগনে ঘোর ঘনঘটা’, ‘ছায়া ঘনাইছে বনে বনে’, ‘ঝরঝর বরিষে বারিধারা’, ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার’, ‘গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা’, ‘ভরা থাক স্মৃতিসুধায়’, এবং ‘তোমার অসীমে প্রাণমন লয়ে’।
অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ফিরোজ চৌধুরী এবং প্রযোজনা করেন এবিসি রেডিওর নির্বাহী প্রযোজক সাগর শাহরিয়ার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat