×
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৬
  • ৫২ বার পঠিত
ঈদের দুই দিন আগেই ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে ঈদের নাটক ‘মাস্তান’। মুক্তির পর থেকেই নাটকটি দারুণভাবে গ্রহণ করেছে দর্শক। গতকাল মুক্তির পর থেকে নাটকটি দেখে দর্শকরা আবেগে ভাসছেন। ফেসবুক আর ইউটিউবে মন্তব্যের ঘরে চলছে যেন কান্নার রোল।

কারণ, বিশেষ এই নাটকটি নির্মিত হয়েছে কোরবানির ঈদ এবং একটি গৃহপালিত আদরের গরুকে ঘিরে। গরুটির নাম মাস্তান। এই মাস্তানকে ঘিরেই এগিয়েছে পুরো নাটকের গল্প। তবে শুধু গরু নয়, নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানও।

তার সঙ্গেই অভিনয় করেছে তার গরু মাস্তান। নাটকটির মাধ্যমে মুশফিক আর ফারহান ও তার পালিত গরু দর্শকদের কাঁদাচ্ছে ও ভাবাচ্ছে। 
আব্রাহাম তামিমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে ‘মাস্তান’ নির্মাণ করেছেন রুবেল আনুশ। ঈদ উপলক্ষে ১৫ জুন দুপুরে মুক্তি পেয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলে।

নাটকটি দেখে রমজান হোসেন নামের এক দর্শক ইউটিউবের কমেন্টের ঘরে লিখেছেন, ‘মনের অজান্তে চোখ বেয়ে পানি পড়ছে কখন জানি না। আসলে আমাদের মতো মধ্যবিত্তদের ওই একটা পশুকে নিয়ে একরাশ স্বপ্ন থাকে, থাকে অফুরন্ত ভালোবাসা। কিন্তু আমরা তো মধ্যবিত্ত, অর্থের বিনিময়ে ভালোবাসা যে বিক্রয় করে দিতে হয়।’

জান্নাত আক্তার লিখেছেন, ‘নাটকটা খুবই সুন্দর ছিল। মন ছুঁয়ে গেল এমন নাটক দেখে।

কোরবানির সময় এ রকম লাখ লাখ মানুষ কান্নায় ভেঙে পড়ে প্রিয় পশুর মায়ায়।’
আরেকজন দর্শক লিখেছেন, ‘বলার ভাষা নেই-  ফারহান ভাই আপনি সত্যি অসাধারণ একজন মানুষ। আপনাকে নিয়ে লেখা শেষ হবে না। একটা প্রাণীকে কষ্ট করে খাওয়ানো, গোসল করানো, কিন্তু তাকে একসময় বিক্রি করে দিতে হয় কিছু অভাবের জন্য। সত্যি ভাই, পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয়। এই দুনিয়ার মোহমায়া থেকে সব ছেড়ে যায় এবং ছেড়ে দিতে হয়। আপনার নাটকটি দেখে আমি কান্না ধরে রাখতে পারিনি।’

দর্শক আলিম খান লিখেছেন, ‘নাটকের শেষ ১০ মিনিট শুধু চোখ দিয়ে পানি বের হইছে। আসলে যারা গরু ভালোভাসে, তারাই বুঝবে এই নাটকের মহত্ত্ব কতটা।’

নাটকটি মুক্তির ২৪ ঘণ্টায় প্রায় দেড় মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। হু হু করে বাড়ছে নাটকটির ভিউ।

 ‘মাস্তান’ মুক্তির পর দারুণ সাড়া পাচ্ছে সংশ্লিষ্টরা। বেশ উচ্ছ্বসিত অভিনেতা মুশফিক। তিনি বলেন, ‘এটা আমার জন্য গুড ওপেনিং বলা যেতে পারে। এই ঈদের প্রথম কাজটি প্রকাশ হলো। আশাতীত সাড়া পাচ্ছি। নাটকে আমি যেমন মাস্তানের জন্য কেঁদেছি, এখন দর্শকরা কাঁদছে আমাদের দুজনের জন্যই। প্রচুর টেক্সট ও ফোন পাচ্ছি। ধন্যবাদ জানাই নাটকটির নির্মাতা-প্রযোজক-স্ক্রিপ্টরাইটারসহ সবার প্রতি।’ 

মুশফিক আর ফারহান ছাড়াও ‘মাস্তান’-এ অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, মনিরা মিঠু, সমু চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat