নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে গেছে। আজ বুধবার (৫ জানুয়ারি) সকাল ৬টায় ফতুল্লার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ট্রলারে ২০-২৫ জন ছিলেন। পারাপারের সময় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এ সময় ১৫ জন সাঁতরে পাড়ে উঠতে পারেন। তবে এখনও ১০ জন নিখোঁজ। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদল চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ জাতীয় আরো খবর..