×
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৮
  • ৮৬ বার পঠিত
নরসিংদীতে আলাদা স্থানে বজ্রপাতে মা-ছেলেসহ চারজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও একজন।

পুলিশ জানায়, মাঠে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাতে মা-ছেলে এবং একজন শ্রমিক নিহত হয়।

শনিবার সকালে সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালী এবং শহরতলীর হাজীপুর এলাকায় এসব ঘটনা ঘটে বলে নরসিংদী সদর থানার ওসি তানভীর আহমেদ জানান।

নিহতরা হলেন- আলোকবালী গ্রামের কামাল মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৩৫), তার ছেলে ইমন মিয়া (১০), ধান কাটা শ্রমিক রায়পুরার বাঘাইকান্দি এলাকার হাতেম আলীর ছেলে কাইয়ুম মিয়া (২০) এবং হাজীপুর এলাকার মোসলেহ উদ্দিন (৫৫)।

সুফিয়া বেগমের স্বামী আহত কামাল মিয়া বলেন, “স্ত্রী, সন্তান ও একজন শ্রমিক নিয়ে সকাল থেকে মাঠে ধান কাটছিলাম। সকাল ১০টার দিকে হঠাৎ প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় শরীরে পলিথিন দিয়ে ঢেকে বৃষ্টি থেকে রক্ষার চেষ্টা করছিলাম। হঠাৎ বজ্রপাত হলে আমরা আহত হই।”

স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক সুফিয়া বেগম, ইমন মিয়া ও কাইয়ুম মিয়াকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি তানভীর।

একই সময় শহরতলীর হাজীপুরে বজ্রপাতে মোসলেহ উদ্দিন নিহত হন;চারজনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat