×
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৯
  • ৬৪ বার পঠিত
মধ্যরাতে শেষ হচ্ছে উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনী প্রচারণা। শেষ মুহূর্তে দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের। ভোট প্রার্থনার পাশাপাশি দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে শুধু প্রতিশ্রুতিতে নয়, সৎ এবং জনগণের বিপদে-আপদে যারা পাশে থাকবেন তাদেরকেই নির্বাচিত করতে চান ভোটাররা।

অভিনব কায়দায় প্রচার-প্রচারণা আর পাল্টাপাল্টি অভিযোগে জমজমাট ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের মাঠ। দিনভর মাইকিং, লিফলেট বিতরণ আর নাচগানে সমান তালে চলে প্রচারণা। শেষ সুযোগ কাজে লাগাতে তৎপর সব প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

গরম উপেক্ষা করে রোববার (১৯ মে) সকাল থেকেই অলি-গলি চষে বেড়ান প্রার্থীরা। ভোটারের দ্বারে দ্বারে প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে মন জয়ে ব্যস্ত তারা। যদিও ভোটাররা বলছেন, পাঁচ বছরের জন্য বেছে নেয়া হবে যোগ্য প্রার্থীকেই।
 
তারা বলছেন, গতিশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে মেধাবী এবং শিক্ষিত প্রজন্মের নেতৃত্ব তৈরি করতে হবে। কোনো বিশৃঙ্খলা ছাড়াই সুন্দরভাবে যেন ভোট হয়, সেই প্রত্যাশা থাকল।
  
অন্যদিকে, দ্বিতীয় ধাপের নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
 
শেরপুরের পুলিশ সুপার মো. আকরামুল হোসেন বলেন, কোথাও আইনের ব্যত্যয় ঘটলে সেখানে অবশ্যই হস্তক্ষেপ করবো। কেউ যেন ভীতসন্ত্রস্ত না হয়, সেই আহ্বান করছি।
 
২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ হবে ১৫৭ উপজেলায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat