×
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৮
  • ৭২ বার পঠিত
বিশ্বকাপ সামনে রেখে গতকাল ভোরে যুক্তরাষ্ট্রে গেছে বাংলাদেশ দল। এই মুহূর্তে হিউস্টনে আছেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা। সেখানে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বিসিবির বিশেষ আয়োজন 'দ্য রেড অ্যান্ড গ্রিন স্টোরির' দ্বিতীয় অংশে বিশ্বকাপ দলে থাকা বাংলাদেশ দলের ১৫ ক্রিকেটারকে নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে।

ক্রিকেটারদের বেশ প্রশংসা বন্যায় ভাসিয়েছেন হাতুরাসিংহে। অধিনায়ক নাজমুলকে নিয়ে তাঁর ভাবনা, 'শান্ত আমাদের নেতা। খুব ভালো নেতা, সামনে থেকে নেতৃত্ব দিতে জানে। ড্রেসিংরুমে সে ছেলেদের সঙ্গে মেশে, মাঠে সে খুবই প্রতিদ্বন্দিতাপূর্ণ।

আমার মনে হয় প্রথমবার অধিনায়ক হিসেবে বিশ্বকাপে তার হাতে এবার বড় দায়িত্ব। আমি নিশ্চিত সে এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত।'
লিটনকে নিয়ে বলেছেন, 'লিটন আমাদের অন্যতম সেরা ব্যাটার। এই বিশ্বকাপে তার ব্যাতিং থেকে আমি বড় কিছু প্রত্যাশা করি।

সে খুবই প্রতিভাবান অ্যাথলেট। অন্যতম সেরা ফিল্ডারও। যেকোনো পজিশনে ফিল্ডিং করতে পারে, স্লিপে, আউটফিল্ডে যেকোনো জায়গায়। খুবই শান্ত থাকে, খেলাটা খুব ভালো বুঝে। দলকে টেকটিক্যালিও সহযোগিতা করে।

বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক তাসকিন আহমেদকে দলের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার উল্লেখ করে হাতুরাসিংহে বলেছেন, 'তাসকিন খুব আবেগী মানুষ। সে ভালো মুডে থাকলে তার কাছ থেকে সেরাটা পাওয়া যায়। খেলোয়াড়দের মধ্যে খুবই জনপ্রিয়। সব সময় দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করে। উন্নতির চেষ্টা করে, দারুণ চরিত্র।'

এবারের বিশ্বকাপ সাকিব আল হাসানের সেরা আসর হবে বলে করেন হাতুরাসিংহে, 'খেলাটার একজন কিংবদন্তি। আমরা সবাই জানি সাকিব সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে। এই টি-টোয়েন্টি বিশ্বকাপ তার সেরা আসর হবে আশা করি। তিন বিভাগেই অবদান রাখবে। ভালো নেতা। খেলোয়াড়দের সঙ্গে খুব ভালো মিশতে পারে। সে খেলটা খুব ভালো বুঝে।'

দলের আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে তাঁর ভাবনা, 'মাহমুদউল্লাহ সম্ভবত দলের স্পিরিট। সে দলের মধ্যে স্থিরতা নিয়ে আসে। সে যখন বলে সবাই শুনে। তার মাথা পরিষ্কার। তার ব্যাটিং সাম্প্রতিক সময়ে ভিন্ন মাত্রায় চলে গেছে। তার খেলায় অনেক ভয়ডরহীন ব্যাপার আছে। সে দলের জন্য ভালো, চাপের পরিস্থিতি সামলাতে পারে। তরুণদের পরামর্শ দিয়ে এই বিশ্বকাপে এগিয়ে নেবে।'

স্কোয়াডে থাকা সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তানজিদ হাসান তামিমদের নিয়েও বেশ আশাবাদী হাতুরাসিংহে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat