ইউরোপিয়ান প্রতিযোগিতাগুলোর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ সবচেয়ে আরাধ্য। এখানে খেলতে পারা যেকোনো দলের জন্যই পরম আনন্দের। বলোগনাও হয়তো আনন্দে ভাসছে। তা-ই তো হওয়ার কথা। প্রায় ৬০ বছর পর যে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেল তারা।
রোববার (১২ মে) লিগ ম্যাচে রোমাকে ২-১ গোলে হারিয়েছে আটালান্টা। এ ম্যাচের পরই চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত হয়েছে বলোগনা ও য়্যুভেন্তাসের। ৩৬ ম্যাচ শেষে ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে বলোগনা, চারে থাকা য়্যুভেন্তাসের সমানসংখ্যক ম্যাচে পয়েন্ট ৬৭। আটালান্টা ৩৫ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে রয়েছে ৫ নম্বরে, ৩৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে রোমার স্থান ৬ নম্বরে।
বাকি ২ ম্যাচে জয় পেলেও রোমা বলোগনা কিংবা য়্যুভেন্তাসকে ধরতে পারবে না। অর্থাৎ বলোগনা ৫ দলের ১টি হয়ে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেয়ে গেল। এবার উয়েফার কো-এফিসিয়েন্ট র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সিরি আ থেকে ৫টি দল চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। বাকি থাকা ৩ ম্যাচে আটালান্টা অন্তত ৪ পয়েন্ট পেলে তাদেরও চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত হবে।
১৯৬৪ সালে বলোগনা একবারই চ্যাম্পিয়ন্স লিগে খেলেছিল, অবশ্য তখন প্রতিযোগিতাটির নাম ছিল ইউরোপিয়ান কাপ। দীর্ঘদিন পর আবারও ইউরোপসেরা প্রতিযোগিতায় ফিরল তারা। আগের বার মাত্র ৩ ম্যাচ খেলে কয়েন-ভাগ্যে বিদায় নেয়া দলটি এবার নিশ্চয়ই ফেরাটা স্মরণীয় করেতে চাইবে।
এ জাতীয় আরো খবর..