×
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৭
  • ২২১ বার পঠিত
ফুটবলে টানা তৃতীয় ফাইনালের পথে মোহামেডান। গত বছর আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপ জয়ের নতুন মৌসুমে স্বাধীনতা কাপেরও ফাইনাল খেলে তারা। আজ আরো একটা ফাইনালের পথে তাদের সামনে বাধা পুলিশ এফসি। পুলিশ গত মৌসুম থেকে যেকোনো দলের জন্যই মাথাব্যথার নাম।

মোহামেডানকে পেছনে ফেলে গত লিগে তৃতীয় হওয়া দলটি লিগে সর্বশেষে মুখোমুখি দেখায়ও ড্র করেছে সাদা-কালোদের সঙ্গে।
প্রথম লেগে অবশ্য জিতেছিল মোহামেডানও। তবে ৩-২ গোলের ম্যাচ ছিল সেটা। আজ মুন্সীগঞ্জ স্টেডিয়ামে আরো একটা হাড্ডাহাডিড লড়াই তাই দেখতে পাওয়ার কথা।

ফেডারেশন কাপ ফাইনালে এবারও আবাহনী-মোহামেডান দ্বৈরথের পথ খোলা আছে। তবে দুই দলকে সেমিফাইনালটা পেরোতে হবে। আবাহনীকে পেরোতে হবে বসুন্ধরা কিংসের বাধা। মোহামেডানের প্রতিপক্ষ পুলিশের জন্যও অনুপ্রেরণার কমতি নেই এই ম্যাচে।

জিতলে প্রথম কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠবে তারা ২০১৯-এ প্রিমিয়ারে ফেরার পর। সে বছর প্রথম ফেডারেশন কাপেই সেমিফাইনালে উঠেছিল তারা, তবে হারতে হয় বসুন্ধরা কিংসের কাছে। গত বছর স্বাধীনতা কাপের সেমিফাইনালে উঠেও কিংসের কাছে হেরে বিদায়। এবার তৃতীয়বারের চেষ্টায় তাদের সামনে মোহামেডান। সাদা-কালো কোচ আলফাজ আহমেদ এই পুলিশ দল নিয়ে সতর্ক, ‘পুলিশ সব সময়ই কঠিন প্রতিপক্ষ।

আমাদের শতভাগ ঢেলে দিতে হবে এই ম্যাচে জিততে হলে।’
দলের বড় তারকা, গত ফেডারেশন কাপ ফাইনালটা প্রায় এক হাতে জেতানো সুলেমান দিয়াবাতে লিগে সর্বশেষ ম্যাচটা খেলতে পারেননি কার্ড সমস্যায়। চট্টগ্রাম আবাহনীর কাছে সে ম্যাচে অপ্রত্যাশিতভাবে পয়েন্ট খুইয়ে লিগ শিরোপা লড়াই থেকেও অনেকটা ছিটকে যায় মোহামেডান। তবে কাপ ম্যাচে দিয়াবাতে আজ সুযোগ পাচ্ছেন সমর্থকদের মুখে হাসি ফেরানোর। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ১৪ মে, কিংস ও আবাহনী মুখোমুখি হবে সে ম্যাচে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat