×
  • প্রকাশিত : ২০২২-০৮-২২
  • ১০৫ বার পঠিত
সময়টা অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের। ঈদের সিনেমা ‘পরাণ’ দিয়ে এখনো আলোচনায় রয়েছেন। এ সিনেমাই হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ারের এযাবৎকালের সেরা অর্জন। সেই রেশ কাটতে না কাটতেই এল নতুন খবর। সিনেমা মুক্তি নিয়ে আবার শুরু হয়েছে দিন গোনা। সময়টাকে উপভোগ করতে ফেসবুক লাইভে এসে ‘এক ঢিলে দুই পাখি’ মারলেন এ চিত্রনায়িকা।

ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল ‘পরাণ’। সিনেমাটিতে অভিনয় করে প্রশংসায় ভাসছেন এ অভিনেত্রী। ছবি নিয়ে ভক্তরা নানা মন্তব্য করছেন। এর মধ্যে বেশির ভাগই অনন্যা চরিত্র নিয়ে। অনেকে সত্যিকারের অনন্যা ভেবে কথাও শোনাচ্ছেন মিমকে! আবার অভিনয়ের প্রশংসা করে সেলফিতে বন্দী হওয়ার বায়না ধরছেন ভক্তরা। তাঁদের কাছ থেকে এত ভালোবাসা পেলেও সামনাসামনি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়নি এ অভিনেত্রীর। সেই কারণে সিনেমা মুক্তির পর প্রথমবার লাইভে এসে মিম বললেন, ‘সিনেমাটির যখন প্রমোশন চলছিল, তখন লাইভে এসেছিলাম। এবার এসেছি ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে। আগে আপনাদের কাছে সেভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিনি। “পরাণ”কে আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, সেটা বলে শেষ করা যাবে না। এখনো বেশির ভাগ হল হাউসফুল। “পরাণ”কে এ জায়গায় আপনারাই নিয়ে এসেছেন। আপনাদের জন্য অনন্যা চরিত্রটি আমার ক্যারিয়ারে সেরা পাওয়া। আশার চেয়ে অনেক বেশি কিছু পেয়েছি। এভাবেই আমাদের পাশে থাকবেন।’

‘পরাণ’ নিয়ে দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশের লাইভে মিম প্রচারণা চালান নতুন সিনেমার। গত সপ্তাহে মুক্তি পেয়েছিল মিমের নতুন সিনেমা ‘দামাল’–এর ট্রেলার। দুটি সিনেমার পরিচালকই রায়হান রাফি। ট্রেলারে ব্যতিক্রমী ভূমিকায় দেখা দিয়েছেন মিম। এ সিনেমা নিয়েও তিনি আশাবাদী। তাই আগেভাগেই ‘পরাণ’–এর দর্শকদের কাছে সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে রাখলেন। চাইলে এ দর্শকেরাই পারেন, ‘দামাল’ যেন ‘পরাণ’কেও ছাড়িয়ে যেতে পারে, সে জন্য নতুন সিনেমাটির পাশে দাঁড়াতে। তিনি লাইভে বলেন, ‘২৮ অক্টোবর “দামাল” আসছে। এটার ট্রেলার নিয়েই আপনাদের আগ্রহ ভীষণ ভালো লেগেছে। দেশের দর্শক আবার হলমুখী হচ্ছেন। সেখানে আমাদের সিনেমা অবদান রাখছে, এটাও আমাদের অন্য রকম পাওয়া। কারণ, আমরা চাই, দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এগিয়ে যাক। অনেকেই বলছেন, “দামাল” “পরাণ”কেও ছাড়িয়ে যাবে। এটাই দর্শকদের সত্যিকারের ভালোবাসা। এটাই সাপোর্ট। আপনারা “দামাল”–এর পাশে থাকুন।’ এ সময় তিনি আরও বলেন, ‘লাইভে আসলে আসা “পরাণ”ভক্তদের কাছে কৃতজ্ঞতা জানানোর জন্য। আর “দামাল” যেহেতু দর্শকদের সামনে আসছে, এ কারণে বলা যেতে পারে, দুটি বিষয় নিয়েই কথা বলা জন্য এ লাইভ।’

প্রথম দিন মাত্র ১১টি হলে মুক্তি পায় ‘পরাণ’। সপ্তম সপ্তাহে এসেও সিনেমাটি বর্তমানে ৩৯টি সিনেমা হলে চলছে। এলাকার বখাটে রোমান নামের যুবক পছন্দ করে অনন্যাকে। বাধ্য হয়ে একসময় সেই প্রেমে জড়িয়ে যায় অনন্যা। একই সময় মেয়েটি আবার ভালোবাসে আরেকজনকে। যার শেষটা হয় বিয়োগান্তভাবে। এমন গল্প দর্শকদের মনে দাগ কেটেছে। সিনেমাটিতে রোমান চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ। অন্যদিকে ‘দামাল’ সিনেমায় তুলে ধরা হয়েছে, একদিকে যুদ্ধের সময়কার ভয়াবহতা অন্যদিকে ফুটবল মাঠে জয়ের মিছিল। স্বাধীনতাযুদ্ধের সঙ্গে ফুটবল মাঠের একটা যোগসূত্র খোঁজার চেষ্টা। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’-এ অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরীফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat