×
  • প্রকাশিত : ২০২২-০৭-২৮
  • ৫০ বার পঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রিজার্ভ রাখা হয় যেন আপৎকালে তিন মাসের খাদ্যশস্য কেনার মতো বা আমদানি করার ব্যয় মেটানোর সক্ষমতা থাকে। আমাদের এখন যে রিজার্ভ আছে তাতে তিন মাস কেন, ছয় মাস বা ৯ মাসের খাবারও আমরা কিনে আনতে পারব। কিন্তু আমরা যেন নিজেরা উৎপাদন করতে পারি, নিজেরা সাশ্রয়ী থাকি। ’ শেখ হাসিনা গতকাল বুধবার স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনাসভা হয়।
রিজার্ভ নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘২০০১-২০০৬ সালে বিএনপি যখন ক্ষমতায় তখন রিজার্ভ তিন বিলিয়নের কিছু ওপরে, ৩.৮ এই রকমই ছিল। আর আওয়ামী লীগ সরকারে আসার পর ৪৮ বিলিয়ন পর্যন্ত আমাদের রিজার্ভ বাড়াতে সক্ষম হয়েছিলাম। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাকালে আমদানি বন্ধ ছিল, এরপর আমদানি করতে হয়েছে। আমদানি করতে গিয়ে এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য রিজার্ভ খরচ করতে হয়েছে। বিনা পয়সায় করোনাভাইরাস মহামারির টিকা প্রদান, করোনাভাইরাস পরীক্ষার পাশাপাশি বিমান পাঠিয়ে চিকিৎসা সরঞ্জাম ক্রয় করে আনতে প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়েছে। ’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নত দেশগুলোও আজ হিমশিম খাচ্ছে এবং তারাও আজ সাশ্রয়ী হওয়ার পদক্ষেপ নিয়েছে। আর বাংলাদেশে যেন সেই দুঃসময় না আসে সে জন্য কতগুলো বিষয়ে আমরা আগাম পদক্ষেপ নিয়েছি। পানি ও বিদ্যুতের ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। নিজেদের সঞ্চয় বাড়াতে হবে, কেননা বিশ্বব্যাপী যে মন্দার ঢেউ দেখা দিয়েছে তা থেকে স্বাভাবিকভাবে বাংলাদেশও বাদ যাচ্ছে না। তার পরও সরকার ভর্তুকি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ’

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সাশ্রয়ী হওয়ার চেষ্টা করছে এবং বিদ্যুতের ব্যবহার সীমিত রাখার পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মানে এই না যে বিদ্যুৎ একেবারে নেই বা শেষ হয়ে যাচ্ছে, তা কিন্তু না।

গণমাধ্যমে ডিজেল, পেট্রল, অকটেনের সংকটের সংবাদের দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের যতটুকু চাহিদা তার চেয়ে অনেক বেশি পেট্রল ও অকটেন আমাদের আছে। কাজেই যাঁরা অনেক বেশি জ্ঞানী তাঁদের জ্ঞানের ভাণ্ডার এত বেশি যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তাঁরা ভুলে যান। কিন্তু উল্টাপাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চান। ’

শেখ হাসিনা বলেন, ‘একজন অর্থনীতিবিদ লিখেছিলেন, পদ্মা সেতুতে বাংলাদেশের কোনো আয় তো হবেই না বরং অযথা এই সেতু নির্মাণ হয়েছে। এই হচ্ছে আমাদের কোনো কোনো অর্থনীতিবিদের চিন্তাধারা। তাঁরা বাংলাদেশটাকে কতটুকু চেনেন সেটা নিয়েও আমার সন্দেহ। ...একটা অস্বাভাবিক পরিস্থিতি যদি বাংলাদেশে থাকে তাহলে তাঁদের আবার কদর বাড়ে। তাঁরা মনে করেন তাঁরাই জ্ঞানী, তাঁরাই সব পারেন। ’

শেখ হাসিনা বলেন, এসব তথাকথিত বুদ্ধিজীবী যদি এতটাই পারেন তাহলে আগে বাংলাদেশের কোনো উন্নয়ন হয়নি কেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই বাংলাদেশ কেন এতটা এগিয়েছে?

আলোচনাসভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু। বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।

অর্থনীতি শক্তিশালী করতে ডি-৮ দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডি-৮ সদস্য দেশগুলোর শক্তিশালী অর্থনৈতিক ব্লকে পরিণত হওয়ার সম্ভাবনাকে কাজে লাগাতে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি পাঁচ দফা প্রস্তাবে  সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) প্রয়োগের কথা বলেছেন।    তিনি গতকাল অর্থনৈতিক সহযোগিতামূলক আন্তর্জাতিক জোট ডি-৮-এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং ডি-৮ পররাষ্ট্রমন্ত্রীদের ২০তম অধিবেশনের উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া ভাষণে এমন প্রস্তাব দেন। গতকাল সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

প্রধানমন্ত্রী বলেন, ‘২৫ বছর আগে প্রতিষ্ঠিত ডি-৮ এখন সমন্বয় তৈরির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য পূরণ করতে প্রস্তুত। রাজনৈতিক অঙ্গীকার এবং আমাদের সরকারি ও বেসরকারি খাতের অর্থপূর্ণ সহযোগিতার মাধ্যমে এটা সম্ভব হয়েছে। আমাদের অপার সম্ভাবনা যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তাহলে একটি অর্থনৈতিক ব্লক হিসেবে শক্তি বৃদ্ধি পাবে। ’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ, পাকিস্তান, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া ও তুরস্কের মতো অন্তর্ভুক্ত ডি-৮ দেশগুলো অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করছে শুনে আমি আনন্দিত। এটি আন্তর্দেশীয় বাণিজ্যকে সামঞ্জস্যপূর্ণ করতে সাহায্য করবে। বাধাগুলোকে উদারীকরণ করবে এবং সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাকে উদ্দীপিত করবে। ’

শেখ হাসিনা বলেন, ‘আন্ত ডি-৮ বাণিজ্য আমাদের ব্যবসার সম্ভাবনা এবং সুযোগগুলোকে ত্বরান্বিত করতে সাহায্য করবে। আগামী দশকে ১২৯ বিলিয়ন ডলার থেকে আন্ত ডি-৮ বাণিজ্য দ্বিগুণ করা আমাদের লক্ষ্য হওয়া উচিত। ’

আজ ২৪টি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমকে তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে দেশের ২৪টি উপজেলায় কারিগরি প্রশিক্ষণকেন্দ্র (টিটিসি) আজ থেকে কার্যক্রম শুরু করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ২৪টি টিটিসি উদ্বোধন করবেন।

kalerkantho

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ‘স্বেচ্ছাসেবার ১ বছর’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। ছবি : পিআইডি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat