×
  • প্রকাশিত : ২০২২-০৬-০৬
  • ৬৯ বার পঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সীতাকুণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন তিনজনকে দেখতে যান আওয়ামী লীগের প্রতিনিধি দল। অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রতিনিধি দল অগ্নিকাণ্ডে আহতদের খোঁজখবর নেন।
 
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। নেত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ দিয়েছেন অগ্নিদগ্ধদের সর্বোচ্চ সহযোগিতা করতে। অগ্নিদগ্ধদের যেখানে রক্তের প্রয়োজন হয় সেখানেই রক্ত দান করবে।’ 

তিনি বলেন, ‘যারা এ দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি। শোকাহত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। যারা আহত ওই চিকিৎসারত আছেন আমরা আশা করি তারা সুচিকিৎসার মধ্য দিয়ে অতি শীঘ্রই এই রোগ মুক্তি লাভ করবেন।’

নানক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ন ইউনিটের দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন। অন্যদিকে চট্টগ্রামের যারা আহত হয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে বিশেষ দায়িত্ব দিয়েছেন। নওফেলকে চট্টগ্রামে থেকে সার্বক্ষণিক চিকিৎসা সেবাদানে সর্বোচ্চ সহযোগিতা করতে নির্দেশ দিয়েছেন। 

চট্টগ্রামের যেসব রোগীরা ঢাকায় আসবেন, তাদের বিষয়েও সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নানক আরও জানান, শেখ হাসিনার নির্দেশে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক

সামন্তলাল সেন সোমবার তিন সদস্যবিশিষ্ট দল নিয়ে চট্টগ্রামে আহতদের দেখতে যাবেন।

আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরও ছিলেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat