লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো, সর্বকালের অন্যতম সেরা দুই ফুটবলার। অভিষেকের পর থেকে প্রতিটি টুর্নামেন্টের সেরা একাদশে তারা জায়গা পেয়েছেন। কিন্তু এবারই সম্ভবত প্রথম এমনটা ঘটলো। ক্লাব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশে জায়গা পাননি এই দুই মহাতারকা।
মঙ্গলবার (৩১ মে) ২০২১-২২ মৌসুমের সেরা একাদশ ঘোষণা করেছে উয়েফা। এতে চ্যাম্পিয়ন দল রিয়াল মাদ্রিদ থেকে জায়গা পেয়েছেন সর্বোচ্চ চার জন ফুটবলার। করিম বেনজেমা, ভিনিসিয়ুস জুনিয়র, লুকা মদরিচ ও থিবো কোর্তোয়া। রানার্সআপ লিভারপুলের চার জন হলেন ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড, ভার্জিল ফন ডাইক, অ্যান্ডি রবার্টসন ও ফাবিনিও।
এছাড়া চেলসি থেকে অ্যান্টোনিও রুডিগার, ম্যানচেস্টার সিটি থেকে কেভিন ডি ব্রুইনা ও পিএসজি থেকে কিলিয়ান এমবাপ্পে।
একনজরে চ্যাম্পিয়নস লিগ ২০২১-২২ মৌসুম সেরা একাদশ
গোলরক্ষক: থিবো কোর্তোয়া।
ডিফেন্ডার: ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড, অ্যান্টোনিও রুডিগার, ভার্জিল ফন ডাইক, অ্যান্ডি রবার্টসন।
মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা, ফাবিনিও, লুকা মদরিচ।
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমা, ভিনিসিয়ুস জুনিয়র।
এ জাতীয় আরো খবর..