প্রতিবেদনে বলা হয়, মুনতানের এক অ্যাপার্মেন্ট হাউজে ক্লাব সতীর্থ রিকি পুইজের সঙ্গে আপাতত থাকছেন পিকে। গত এক সপ্তাহে বাড়িতে তাকে একাই যাতায়াত করতে দেখেছে প্রতিবেশীরা।
গুঞ্জন ছড়িয়েছে যে, অন্য এক নারীর সঙ্গে পিকেকে ঘনিষ্ঠ অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন ৪৫ বছর বয়সী কলম্বিয়ান পপ তারকা শাকিরা। তাছাড়া, সম্প্রতি পিকের উদ্দাম নৈশজীবন লাগামছাড়া হয়েছে বলে অভিযোগ আছে। গভীর রাত পর্যন্ত বন্ধুদের সঙ্গে বাইরে পার্টিতে থাকছেন পিকে। এসব কারণে বর্তমানে পিকে ও শাকিরা আলাদা থাকছেন।
বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের হয়ে অনেক সাফল্য পেয়েছেন পিকে। ২০১০ সালে বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য পিকে। ওই বিশ্বকাপের সময়েই শাকিরার সঙ্গে সম্পর্কে জড়ান পিকে। সেই থেকে দীর্ঘ ১২ বছর একসঙ্গে থেকেছেন দুজন। তাদের ঘরে রয়েছে দুই সন্তান মিলান এবং সাশা।
এ জাতীয় আরো খবর..