×
  • প্রকাশিত : ২০২৫-১২-০৮
  • ২ বার পঠিত

ভারতে মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে বাবরি মসজিদ নির্মাণের জন্য অনুদান হিসেবে নগদ অর্থ গণনার কাজ চলছে। শনিবার (৬ ডিসেম্বর) বাবরি মসজিদ ধ্বংসের স্মরণে ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন থেকে অনুদান নেওয়া শুরু হয়।

হুমায়ুন কবীর জানিয়েছেন, মসজিদ নির্মাণে মোট প্রায় ৩০০ কোটি টাকা প্রয়োজন হবে। এর মধ্যে ইতোমধ্যে অনলাইনে প্রায় ৯৩ লাখ টাকা এবং নগদ অর্থে ১১টি ট্রাংক ভর্তি অর্থ জমা পড়েছে।

তবে টাকা নিয়ে চিন্তিত নন হুমায়ুন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি ৮০ কোটি টাকা অনুদান দেবেন বলে জানা গেছে। এছাড়া আরও বহু মানুষ দান করছেন।

এখন পর্যন্ত ৭টি ট্রাংক খোলা হয়েছে, যেগুলো থেকে ৩৭ লাখ টাকা নগদ পাওয়া গেছে। উপস্থিত আলেম-উলামা এবং ৩০ জন গণকর্মী সাঁট মেশিন ব্যবহার করে টাকা গণনা করছেন। হুমায়ুন দাবি করেছেন, এখন পর্যন্ত এক কোটি ১০ লাখ টাকা অনুদান সংগ্রহ হয়েছে এবং আরও অনেকে এই প্রচেষ্টায় যুক্ত হচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat