'পঁচাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক বারবার' ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমসাময়িক সময়ে এ ধরনের কোনো স্লোগান দেওয়া হয়নি বলে দাবি করেছেন ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
আজ মঙ্গলবার দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে স্ট্যাটাস দিয়ে তিনি এ দাবি করেন।
‘পঁচাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক বারবার’
প্রথমত, ঢাবি ক্যাম্পাসে সমসাময়িক সময়ে এ ধরনের কোনো স্লোগান দেওয়া হয়নি। কোনো মাধ্যমেই কেউ ঢাবি ক্যাম্পাসে এই স্লোগান দেওয়ার সত্যতা প্রমাণ করতে পারবে না।
দ্বিতীয়ত, স্লোগানটি আমরা ৭ নভেম্বরে দিই। এর দ্বারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার সম্মিলিত পাল্টা-অভ্যুত্থান তথা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে বোঝানো হয়। হাতিয়ার শব্দ দ্বারা প্রতীকী অর্থে বিপ্লবকে বোঝানো হয়। এটাকে কেউ অন্যভাবে ব্যাখ্যা করলে সেটা নিঃসন্দেহে রাজনৈতিক দুরভিসন্ধিমূলক।
এদিকে ছাত্রদলের বিরুদ্ধে এমন স্লোগান দেওয়ার অভিযোগ এনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘‘প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির সমুচিত জবাব ছাত্রলীগ দিয়েছে। ‘৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ স্লোগান দেবে, নেত্রীকে হত্যার হুমকি দেবে, আর আমরা যারা আওয়ামী লীগ করি, তারা বসে বসে আঙুল চুষব? যারা ছাত্ররাজনীতি করে তারা কি চুপ করে বসে থাকবে? এই কথা বললে তরুণদের মাথা ঠিক থাকে? শান্তিপূর্ণভাবে তারা করুক। ’
এ জাতীয় আরো খবর..