৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৭ মে, শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সিলেটে বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা হবে কি না- এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে আলোচনা চলছে। এমন অবস্থায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, পরীক্ষা আগের তারিখেই অনুষ্ঠিত হবে- আজ শনিবার পর্যন্ত এমন সিদ্ধান্ত রয়েছে পিএসসির।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কর্ম কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৭ মে, শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পিএসসি এখনো আগের সিন্ধান্তেই রয়েছে। আজ শনিবার অফিস বন্ধ। অফিস খোলার পর এনিয়ে আরো তথ্য জানা যাবে।
এর আগে পিএসসির পক্ষ থেকে জানানো হয়, দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০২২ সালের ২৭ মে, শুক্রবার হতে পারে।
এ জাতীয় আরো খবর..