বাংলাদেশ হাইকমিশন, লন্ডন গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছে যে মহান একুশের অমর সংগীতের রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী আজ ১৯ মে ২০২২ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৯ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, 'মহান একুশের অমর সংগীতের রচয়িতা জনাব আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত এবং দুঃখভারাক্রান্ত (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি মরহুম আবদুল গাফ্ফার চৌধুরীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বাংলাদেশ হাইকমিশন সব ধরনের সহযোগিতার জন্য সার্বক্ষণিকভাবে মরহুমের পরিবারের পাশেই রয়েছে। '
শোকবার্তায় আরো লেখেন, 'জনাব আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে দেশ ও জাতি হারাল তার এক শ্রেষ্ঠ সন্তানকে। ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি হারাল তাদের বাতিঘর ও অভিভাবককে। বাংলাদেশের বরেণ্য এই সাংবাদিক, সাহিত্যিক ও কলামিস্ট মহান একুশের অমর সংগীত, তাঁর অসাধারণ লেখা ও কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে অমর হয়ে থাকবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অশেষ অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। আমি মরহুমের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি ও মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর জান্নাতুল ফেরদৌস প্রাপ্তির জন্য বিশেষভাবে দোয়া করছি। ' এরই মধ্যে হাইকমিশন বাংলাদেশের ও যুক্তরাজ্যের সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে অবহিত করেছে। মরহুম আবদুল গাফ্ফার চৌধুরীর জানাজা, দাফন ও অন্যান্য বিষয়ে হাইকমিশন যথাসময়ে সবাইকে অবহিত করবে।
এ জাতীয় আরো খবর..