×
  • প্রকাশিত : ২০২২-০৬-১৬
  • ৬৩ বার পঠিত
স্থানীয় স্টার্টআপ এবং তরুণদের আইসিটি দক্ষতার বিকাশে তিনটি নতুন প্রগ্রাম চালু করেছে চীনা আইসিটি সেবাদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে। প্রগ্রামগুলো হলো—আইসিটি ইনকিউবেটর, অ্যাপ ডেভেলপার ও টেক উইমেন। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে প্রগ্রামগুলোর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।

এ প্রগ্রামগুলোতে অংশগ্রহণ করতে আগ্রহী প্রার্থীদের ৩০ জুনের মধ্যে নিবন্ধন করতে হবে।

আর এ জন্য ভিজিট করতে হবে—https://hibator.com/ ঠিকানায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘আসন্ন এ প্রগ্রামগুলোর মাধ্যমে তরুণরা পৃথিবীতে চলমান ট্রেন্ডগুলো সম্পর্কে জানতে পারবে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে এ প্রগ্রামগুলো তাদের দক্ষ করে তুলবে। ’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হুয়াওয়ে টেকনোলজিসের (বাংলাদেশ) প্রধান নির্বাহী প্যান জুনফেং। তিনি বলেন, ‘এ উদ্যোগটি নতুন দক্ষতা অর্জনের মাধ্যমে ইইই, ইসিই ও সিএসই বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে সাহায্য করবে। ’

অনুষ্ঠানে আরো ছিলেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat