×
  • প্রকাশিত : ২০২২-০৫-১৬
  • ৭৪ বার পঠিত
সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রবিবার (১৫ মে) এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি হামিদ বলেন, নতুন প্রেসিডেন্টের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার। একইসঙ্গে তা বিভিন্ন ক্ষেত্রে আরও সম্প্রসারিত হবে।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে অগ্রগতির দিকে এগিয়ে যাবে সংযুক্ত আরব আমিরাত।

অভিনন্দন বার্তায় তিনি আমিরাতের নতুন প্রেসিডেন্টের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।
গত শনিবার (১৪ মে) আমিরাতের দীর্ঘদিনের ডি ফ্যাক্টো শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয় দেশটির ফেডারেল সুপ্রিম কাউন্সিল।  

এর আগে গত শুক্রবার (১৩ মে) আমিরাতের প্রেসিডেন্ট ৭৩ বছর বয়সী শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা যান। দেশটির দ্বিতীয় এ প্রেসিডেন্ট আবুধাবিরও শাসক ছিলেন। ২০০৪ সালের ৩ নভেম্বর থেকে তেলসমৃদ্ধ দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat