মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার এলজিইডি আঞ্চলিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নীলফামারী পৌরসভার মেয়র ম্যাবের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। সভায় সঞ্চালনা করেন মাদারীপুর পৌর মেয়র ও সংগঠনের সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ।
সভায় উপস্থিত ছিলেন ম্যাবের নির্বাহী সভাপতি ও সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গনিসহ সভাপতি ও কক্সবাজার পৌরসভার মেয়র মো. মুজিবুর রহমান, সহ সভাপতি ও ফরিদপুর পৌরসভার মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ, সহ সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চোধুরী জলি, আইন বিষয়ক সম্পাদক ও মোহনগঞ্জ পৌরসভার মেয়র অ্যাড লতিফুর রহমান রতন, নির্বাহী সদস্য ও কেশরহাট পৌরসভার মেয়র মো. শহিদুজ্জামান, কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর রিনা নাসরিন, প্রচার সম্পাদক সরকার দলিল উদ্দিন আহমেদ, বিএপিএস কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলীম মোল্লা, বিএপিএস সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, বিএপিএস ঢাকা বিভাগের আহবায়ক ম ই তুষার, ম্যাবের প্রধান নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার দেবসহ ম্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
সভায় বিস্তারিত আলোচনা শেষে নিম্নবর্ণিত সিদ্ধান্ত নেওয়া হয়। মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব মে মাসের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবের সঙ্গে বৈঠক করে পৌরসভার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে দাবি উপস্থাপন করবেন। দাবি বাস্তবায়নের ঘোষণার নিশ্চয়তা পেলেই মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাবের ব্যানারে স্থানীয় সরকার বিভাগের মাননীয় মন্ত্রীকে প্রধান অতিথি করে সভা অনুষ্ঠিত হবে। দাবি বাস্তবায়নের ঘোষণা না আসলে সভা না করে দাবি বাস্তবায়নে কঠোর কর্মসূচি দিবে মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব।
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা সমন্বয় করেন ম্যাবের সমন্বয়কারী এস এম আব্দুর রউফ।
এ জাতীয় আরো খবর..