মহাকাশে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ উেক্ষপনের চতুর্থ বষপূর্তির দিনে গতকাল ১২ মে এই স্যাটেলাইটের ব্যান্ডউইথ ব্যবহারের জন্য বাংলাদেশ স্যাটেলাইট কম্পানি লিমিটেড (বিএসসিএল) ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক এবং বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এ চুক্তির আওতায় সশস্ত্র বাহিনী বিভাগের সমন্বয়ে সেনা, নৌ এবং বিমান বাহিনী ও ডিজিএফআই-বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর তিনটি ট্রান্সপণ্ডার ব্যবহার করে আধুনিক, নিরাপদ ও উন্নত টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন করবে। এ চুক্তির আওতায় বিএসসিএল-সশস্ত্র বাহিনীর বিভিন্ন স্থাপনাসমুহকে ট্রাান্সপন্ডারের ‘এক্সক্লুসিভ ইউজ’ সুবিধা দেবে এবং সশস্ত্র বাহিনী জরুরী প্রয়োজনে এ তরঙ্গ নিজেদের মধ্যে সমন্বয় করে ব্যবহার করতে পারবে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক (অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তর) ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমান।
বিএসসিএল-এর চেয়ারম্যান ও পধান নির্বাহী কর্মকর্তা ড. শাহ্জাহান মাহমুদ আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্বে এ সংক্রান্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম।
এ জাতীয় আরো খবর..