খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ, গোসাইরহাট (শরীয়তপুর) : বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ-অনুকরণ করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। একথা বলেছেন ইয়াং বাংলার আহবায়ক, আধুনিক শরীয়তপুরের রুপকার আব্দুর রাজ্জাকের তনয়, শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক। গোসাইরহাটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আরও বলেন, স্বাধীকার আন্দোলন সংকটময় মুহুর্তসহ দেশকে এগিয়ে নেয়ার জন্য ছাত্রলীগের ভূমিকা আছে। দেশ সেবায় ছাত্রলীগ নেতাকর্মীদের এগিয়ে আসার আহবান জানান। ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গোসাইরহাট ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি র্যালী গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। আলোচনা সভায় গোসাইরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন নয়ন দেওয়ান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ার্যমান ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান মো. শাজাহান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের, কুচাইপট্টি ইউনিয়নের চেয়ারম্যান, নাসির উদ্দিন স্বপন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন বাবলু মৃধা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. টিপু সুলতান, মালয়েশিয়া যুবলীগের আহবায়ক তাজগির দেওয়ান, সাধারণ সম্পাদক ভূট্টু মালত, শামসুর রহমান কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাছুম বিল্লাহসহ গোসাইরহাট উপজেলা, শামসুর রহমান কলেজ শাখা, ইউনিয়ন ও ওয়ার্ডের ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
এ জাতীয় আরো খবর..