×
সদ্য প্রাপ্ত:
ইরানে রেজা পাহলভির সমর্থন আদায়ের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প জামায়াত জোটে টানাপড়েন প্লাস্টিক আমাদের শরীরের রক্তে, ফুসফুসে, মায়ের দুধে পাওয়া যাচ্ছে ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, মার্কিন কূটনীতিকদের বললেন প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে রিকশা ও ভ্যানচালকদের মতবিনিময় ২২ জানুয়ারি প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ শুরু মুসলিম ব্রাদারহুডের ৩ শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ট্রাম্প প্রশাসন নির্বাচনী মাঠে টেকা নিয়ে ক্রমেই শঙ্কা বাড়ছে জাপা প্রার্থীদের ৮০ হাজার বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার প্রকল্প বাতিল, ধারণকৃত ১৪৬৪০ ভিডিওর কী হবে? যুদ্ধের জন্য প্রস্তুত ইরান
  • প্রকাশিত : ২০২৬-০১-০৩
  • ৩১ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত ৯৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাঁদের মধ্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফীও রয়েছেন। দলীয় প্রার্থী হিসেবে সর্বোচ্চ ৯ জনের মনোনয়ন বাতিল হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের। জাতীয় পার্টির (জাপা) ৮ জন এবং জামায়াতের তিনজন প্রার্থীর মনোনয়নও বাতিল করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় জানায়, হলফনামার তথ্যে গরমিল, ঋণখেলাপি হওয়া, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সমর্থনকারী ভোটারের তথ্যে অসংগতি—এ ধরনের বিভিন্ন কারণ দেখিয়ে এসব মনোনয়ন বাতিল করা হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত জানানো হয়।

মনোনয়ন বাতিল হওয়াদের মধ্যে গণ অধিকার পরিষদ, সিপিবি, বাসদ ও খেলাফত মজলিসের দুজন করে এবং জাতীয় পার্টি (আনিসুল-রুহুল), বাংলাদেশ জাতীয় পার্টি, বাসদ (মার্ক্সবাদী), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও বাংলাদেশ কংগ্রেসের একজন করে প্রার্থী রয়েছেন। কুড়িগ্রাম-৩ আসনে দ্বৈত নাগরিকত্বের কারণে জামায়াতের মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বাতিল হওয়া অন্যরা স্বতন্ত্র, তাঁদের মধ্যে বিএনপির অন্তত আটজন নেতা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন।

সব আসনে যাচাই–বাছাই চলবে রোববার পর্যন্ত। বাতিল হওয়া প্রার্থীরা ৫-৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি হবে ১০-১৮ জানুয়ারি। ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ ফেব্রুয়ারি।

কক্সবাজার-২ আসনে জামায়াতের নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়ন তথ্যগত গরমিলের কারণে বাতিল করা হয়েছে। তিনি সংবাদ সম্মেলনে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এটি করা হয়েছে এবং তিনি আইনি ব্যবস্থা নেবেন। কক্সবাজার-১ ও ২ আসনে আরও তিন প্রার্থীর মনোনয়নও বাতিল হয়েছে।

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল করা হয়েছে হলফনামায় অসংগতি, ফৌজদারি মামলার তথ্য না দেওয়া এবং সম্পদ বিবরণী না থাকার অভিযোগে। তাঁর দল আপিল করবে বলে জানিয়েছে। একই আসনে জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নও বাতিল হয়েছে।

কুমিল্লার ছয়টি আসনে ১৬ জনের মনোনয়ন বাতিল হয়েছে। এর মধ্যে জামায়াতের মো. ইউসুফ সোহেল ও সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রয়েছেন। সিপিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ইসির তথ্য হালনাগাদ না হওয়ায় এ সমস্যা হয়েছে।

এ ছাড়া নরসিংদী, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, নীলফামারী, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, খুলনা ও বরিশালসহ বিভিন্ন জেলায় দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে আরও বহু প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ঋণখেলাপি, হলফনামার তথ্য অসম্পূর্ণ রাখা, পেশাগত তথ্যের ত্রুটি এবং নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা এসব সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat