বিএনপির সরকার পতনের আন্দোলনের ঘোষণা এখন জনগণের কাছে তামাশায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।
আজ শনিবার সকালে কুষ্টিয়াড নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি নিজেও জানে তাদের আন্দোলনের কথা শুনে এখন মানুষ হাসে। তাই এবার তারা বলেছে বন্যার পর সরকার পতনের আন্দোলন করবে।
আওয়ামী লীগ এ সব নিয়ে ভাবে না।
সম্প্রতি লোড শেডিং নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকতে এক মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করতে পারেনি। সে সময় বিদ্যুৎ পরিস্থিতি এতোটাই খারাপ অবস্থায় ছিল যে এর জন্য কানসাটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। মানুষ সেইসব ভুলে যায়নি। এসব আড়াল করতেই খাম্বা নামধারী বিএনপি এখন বিদ্যুৎ নিয়ে র্নিলজ্জ মিথ্যাচার করছে।
তিনি বলেন, এখন ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে। বৈশ্বিক সংকট পরিস্থিতিতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে।
এ জাতীয় আরো খবর..