×
  • প্রকাশিত : ২০২৫-১২-০৯
  • ২ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে চমক দেখাল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৭২ আসনে সম্ভাব্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তার মধ্যে তিনজন প্রার্থী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী। ব্রাহ্মনবাড়িয়া-৪(কসবা-আখাউড়া) থেকে সাবেক এমপি মুশফিকুর রহমান, হবিগঞ্জ-১ আসন থেকে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও পঞ্চগড় -১ থেকে ব্যারিস্টার নওশাদ জমির।

১৯৪০ সালের ৮ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া মুশফিকুর রহমান সেন্ট গ্রেগরি’স হাই স্কুলে প্রাথমিক শিক্ষা শেষ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনৈতিক উন্নয়নে স্নাতকোত্তর ডিপ্লোমা নেন। এই শিক্ষাজীবন তাঁর পেশাগত মনোভাব এবং অর্থনৈতিক উন্নয়ন ও সংস্কারের প্রতি আজীবন প্রতিশ্রুতি গড়ে দেয়। তিনি ১৯৬৪ সালে সিভিল সার্ভিসে যোগ দেন এবং অর্থনীতি, পরিকল্পনা ও উন্নয়ন খাতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে ড. নুরুল ইসলামের নেতৃত্বে পরিকল্পনা কমিশন গঠনের প্রাথমিক পর্যায়েও তিনি ভূমিকা রাখেন। কর্মজীবনে তিনি অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, কৃষি, শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়সহ পরিকল্পনা কমিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

 রেজা কিবরিয়া ৬ মার্চ ১৯৫৭ সালে তৎকালীন পাকিস্তানের পূর্ব পাকিস্তানে সিলেট জেলার হবিগঞ্জ মহকুমায় অবস্থিত জালালসাপ গ্রামে জন্মগ্রহণ করেন। রেজা কিবরিয়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি, দর্শন ও অর্থনীতিতে স্নাতক, কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর অর্জন করার পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমফিল ও ডিফিল অর্জন করেন। এরপর তিনি ১৯৮৪ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে যোগ দেন এবং ১৯৯৩ সালের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক হয়েছিলেন। এরপর ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি পাপুয়া নিউগিনি সরকারের রাজস্ব বিভাগের সামষ্টিক অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। এরপর ৮ বছরের জন্য তিনি পিডিপি অস্ট্রেলিয়ার প্রধান অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালনের পর, ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্ব-আফ্রিকা আঞ্চলিক কারিগরি সহায়তা কেন্দ্রের সামষ্টিক অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। তিনি গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কাজ করেছেন।

 বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন পঞ্চগড় -১ থেকে। ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার অস্থায়ী রাষ্ট্রপতি, মন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার ও একাধিকবার এ আসনের এমপি ছিলেন। তারই ছেলে নওশাদ জমির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat