×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-১২-২২
  • ২৫ বার পঠিত
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূলহোতা ফয়সাল করিম মাসুদের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, হত্যাকারী কোথায় আছে তা জানা থাকলে তাকে এতক্ষণে গ্রেপ্তার করা সম্ভব হতো। সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এসব কথা বলেন। 

হাদি হত্যাকাণ্ডকে বর্তমান অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি জানান, এ ঘটনায় জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। 

হত্যাকাণ্ডের মূলহোতা দেশে নাকি বিদেশে পালিয়েছেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সে কোথায় আছে, তা এখনো নিশ্চিত নয়। দেশেও থাকতে পারে, আবার দেশের বাইরেও থাকতে পারে। আমরা যদি তার প্রকৃত অবস্থান জানতাম, তবে তো তাকে ধরেই ফেলতাম। সে বৈধ পথে দেশত্যাগ করেনি, তবে অবৈধ পথে গেছে কি না— তা এখনই বলা সম্ভব নয়।’ তবে আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।

তদন্তের অগ্রগতি সম্পর্কে উপদেষ্টা জানান, এরই মধ্যে যৌথবাহিনীর অভিযানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মূলহোতা ফয়সাল করিম মাসুদের স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, তার বাবা-মা, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নান রয়েছেন। এছাড়া বিজিবির অভিযানে দালাল চক্র ফিলিপের সহযোগী আরও পাঁচজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানে উদ্ধারকৃত আলামত সম্পর্কে তিনি জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ছাড়াও দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৪১ রাউন্ড গোলাবারুদ এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। মূলহোতা শনাক্ত হলেও হত্যাকাণ্ডের মোটিভ ও তদন্তের গোপনীয়তা রক্ষার স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গতকাল রোববারও পুলিশ, র‍্যাব ও বিজিবির পক্ষ থেকে যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে এই হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছিল। সরকার এই ঘটনায় দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে আজ পুনরায় ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat