শরীয়তপুর প্রতিনিধি : আপনার অপ্রয়োজনীয়, হতে পারে অন্য কারও প্রয়োজনীয়। তাই ‘এখানে অপ্রয়োজনীয় পোশাকটি রেখে যান’ এমন একটি দেয়ালে লেখা সাঁটিয়ে দেওয়া হয়েছে। নাম দেওয়া হয়েছে 'উষ্ণতা'। শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) পারভেজ হাসান এই উদ্যোগ নিয়েছেন। শরীয়তপুর আদালত সংলগ্ন মডেল মসজিদের সামনের শরীয়তপুর-ঢাকা সড়কের পাশে একটি দেয়ালকে ‘উষ্ণতা, মানবতার দেয়াল’ করা হয়েছে। গতকাল সোমবার সকালের দিকে কিছু শীতের পোশাক হ্যাঙ্গারে রেখে জেলা প্রশাসক এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ দেয়ালটির পরিচালনায় রয়েছে বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই, এনডিসি মো. পারভেজ প্রমূখ উপস্থিত ছিলেন। জানা যায়, দেয়ালটিতে লেখার পাশে হ্যাঙ্গার ঝোলানো রয়েছে। বাড়িতে থাকা অতিরিক্ত ও অপ্রয়োজনীয় গরম কাপড় এখানে রেখে যাবেন স্থানীয় ব্যক্তিরা। অসহায় শীতার্ত ব্যক্তিরা তাঁদের প্রয়োজন অনুসারে পছন্দমতো কাপড় এখান থেকে নিয়ে যাবেন। জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, বাংলার রূপ বৈচিত্রের অনেকখানি জায়গা জুড়ে শীতের অবস্থান। শীত কারো জন্য আশীর্বাদ, আর কারো জন্য কষ্টের। রাতে কম্বল আর নকশীকাথাঁ ব্যবহার করে অনেকে পরম সুখে ঘুমিয়ে থাকে। একই রাতে দরিদ্র ও ছিন্নমূল মানুষের ঘরের বেড়া কিংবা দরজা-জানালার ফাঁক দিয়ে শীত প্রবেশ করে শোবার ঘরে। তাই তৈরিকৃত এই দয়ালে আপনারা অব্যবহৃত পোশাকগুলো রেখে যেতে পারবেন। অব্যবহৃত পোশাকগুলো নিয়ে যাবে কোন সুবিধাবঞ্চিতরা, পাবে পরম উষ্ণতা। এ মহৎ উদ্যোগে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি। জয় হোক মানবতার।
এ জাতীয় আরো খবর..