হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে সন্ত্রাস বিরোধী আইনে রুজু হওয়া মামলায় জড়িত থাকার অভিযোগে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রাতে চিকনদন্ডী ইউনিয়নের নন্দিরহাট সংলগ্ন ধোপার দিঘীর পাড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হাটহাজারী ফরহাদাবাদ উদালিয়া থেকে জিয়াউদ্দিন জাহেদ (৩০),পশ্চিম ধলই, ধলই ইউনিয়নের মো. আকতার হোসেন (২৩),ফতেপুর ইউনিয়নের মো. শাহাদাত হোসেন (৪৪), নন্দিরহাট, দক্ষিণ পাহাড়তলীর মো. হাবিবুল আলম (২৫)।
এছাড়া পৃথক অভিযানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় কক্সবাজারের রামুর বাসিন্দা মো. শফি আলম (৩৫) এবং হাটহাজারীর সহয্যা পাড়ার মো. আরিফ (৩০)কে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, গত ৩০ নভেম্বর ভোর ৫টা ৫ মিনিটে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের নন্দিরহাট সংলগ্ন চট্টগ্রাম-হাটহাজারী আঞ্চলিক মহাসড়কের ধোপার দিঘীর পাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য পরিচয় দিয়ে সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান, বিশৃঙ্খলা সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
হাটহাজারী অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো: তারেক আজিজ জানান, তারা জননিরাপত্তা, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অখণ্ডতা বিঘ্নিত করার চেষ্টা চালাচ্ছিল এবং সরকারী সম্পত্তি নষ্টের ষড়যন্ত্রে জড়িত ছিল।
তিনি আরও জানায়, সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।